মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রাম থেকে আজ (২৬ মে) বুধবার সুনামগঞ্জের র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ৯ এর একটি দল ‘বিকাশ প্রতারক’ চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব।
আটককৃত প্রতারক চক্রের তিন সদস্য হলেন, হবিবপুর গ্রামের মৃত তাহির উল্লার ছেলে হানিফ মিয়া হক (৩৮) ও তাহার স্ত্রী পারভিন বেগম (৩৭), হবিবপুরের আব্দুস সামাদের ছেলে ময়নুল হক(২৯),
বিকালে র্যাব-৯ এর সুনামগঞ্জ শাখার উপ-পরিচালক লে; কমান্ডার সিঞ্চন আহমদের সাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে জনসাধারণের সঙ্গে নানাভাবে প্রতারনা করে আসছিল এই চক্র। গোপন সংবাদের ভিত্তিত্বে আজ সকালে র্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককালে প্রতারক চক্রের তিন সদস্যের নিকট থেকে একটি টেলিফোন, ১২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই, এটিএম কার্ডসহ নগদ এক লাখ ৬৫ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ এর সুনামগঞ্জ শাখার উপ-পরিচালক লে; কমান্ডার সিঞ্চন আহমদ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক করার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply