সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা(দঃ) ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান কাঞ্চন (৩০) ও সাবেক সহ-প্রচার সম্পাদক পিয়াস মিয়া (২২) কে একটি মারপিটের মামলায় গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর থানার কায়েতকান্দা থেকে মারপিটের মামলায় বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে বদিউজ্জামান কাঞ্চন ও তার চাচাতো ভাই আরব আলীর ছেলে পিয়াস মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী জয়পুর গ্রামের আলাল মিয়া জানান,তুচ্ছ বিষয় কে কেন্দ্র কাঞ্চন,পিয়াস ও তার দলবল আমার পরিবারের উপর হামলা চালিয়ে আমার স্ত্রী কে রক্তাক্ত করেছে।আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছি।আইনের কাছে সন্ত্রাসী কাঞ্চন, পিয়াস ও এর পাণ্ডাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানাচ্ছি।
বিগত কয়েকদিন আগে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হকের উপর হামলা চালিয়ে ৯ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় পিয়াস মিয়া ও তার দলবল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গরু ব্যবসায়ী জানান,আমরা যখন মহিষখলা ও সাতুর গরুর বাজার থেকে গরু কিনে জয়পুর গ্রামের সামনের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় গরুর সমস্ত চালান আটকিয়ে কাঞ্চন, পিয়াস, সাগরসহ তার দলবল মোটা অংকের চাঁদা দাবি করে।চাঁদা না দিলে আমাদের উপর হামলা চালিয়ে গরুর চালান নিয়ে অন্যদের কাছে বিক্রি করে দেয়।
এলাকাবাসী জানায়, কাঞ্চন, পিয়াস ও তাদের দলবল ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। যেমন মাদক, সন্ত্রাসী, ইভটিজিং ও চাঁদাবাজি। এছাড়াও সাধারণ মানুষ কে অযথা জিম্মি করে মোটা অংকের টাকা দাবি করে।বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে এলাকার স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও সাধারন যুব সমাজকে ধ্বংসের খেলায় মেতে ওঠেছে।এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রানা আহমেদ সানি বলেন,সন্ত্রাসী কাঞ্চন ও পিয়াস আমার ছাত্রলীগের কমিটির কেউ নয়।এরা বিগত কমিটিতে ছিল। এরা এলাকার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত।এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, কাঞ্চন ও পিয়াসের নামে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের ৫ টি মামলা রয়েছে। সম্প্রতি আরেকটি মারপিটের মামলা হলে এই মামলায় এদের গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply