মোঃ আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর ( সুনামগঞ্জ) থেকে :-
সুনামগঞ্জের জগন্নাথপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে ও সঙ্গবদ্ধ কু-চক্রি মহলের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র নিন্দার ঝড় বইছে। সরকারি কাজে বাধাগ্ৰস্তকারী সঙ্গবদ্ধ কু-চক্রি মহলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জানাজায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর দক্ষিণ তীরে ব্রীজের এপ্রোচে টুল বক্সের মাটি ভরাটের কাজ চলছে। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ ছালেহ আহমদ এর সাথে ঠিকাদারী প্রতিষ্ঠান এ এস বি এস লিমিটেডের বালু মাটি দেওয়ার চুক্তি হয়। ছালেহ আহমদ জানান, মৌলভীবাজার জেলার বালু চর থেকে সম্পুর্ন বৈধ ভাবে ক্রয়কৃত বালু নৌকা যোগে এনে সরকারের উন্নয়ন কাজে সহ যোগীতা করতে ভর্তুকি দিয়ে টুলবক্সে বসানোর জায়গা করে দিচ্ছি। এতে সরকারের উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করী কুচক্রী মহল নামধারী সাংবাদিকে মেনেইজ করে দু-একটি অনলাইন পোর্টালে সম্পুর্ন কাল্পনিক মিথ্যা ভীত্তিহীন ও উদ্দেশ্য প্রনুদিত সংবাদ প্রচার করা হয়। এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। গত ১৭ জুন বৃহস্পতিবার সরজমিন কালে রানীগঞ্জ এলাকার রাজনৈতিক, সুশীল সমাজ,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী ও পেষার লোকেরা জানান , গত ১৫ জুন দু একটি অনলাইন পোর্টালে দেখলাম কুশিয়ারা নদী থেকে রাতের আঁধারে বালু বিক্রি শিরোনামে কাল্পনিক, উদ্দেশ্য প্রনুদিত মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্ৰস্ত করতে একটি কু-চক্রি মহল বিভিন্ন ভাবে ষরযন্ত্র করে যাচ্ছে । এ ধরনের মিথ্যা সংবাদে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঐ সিন্ডিকেট ও সাংবাদিক নিজেরাই চিনে না ডেজার ও আনলোড কি?। তারা আর বলেন, সরকার দ্রুত ব্রীজের কাজ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই । সরকারের উন্নয়নকে বাধাগ্ৰস্ত করতে ঐ সঙ্গবদ্ধ চক্র উঠেপড়ে লেগেছে। আমরা এলাকাবাসী এ মিথ্যা সংবাদ প্রকাশ, সরকারী কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ বাধা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
Leave a Reply