স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ওসি-এসআই ও এএসআই ৩ জন জেলার শ্রেষ্টত্ব অর্জন করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, এসআই অনিক চন্দ্র দেব এবং এএসআই মো. মুক্তার হোসেন সহ ৩ জন জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ।
(৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সকল অফিসারদের মধ্যে অভিন্ন মানদন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ, ইখতিয়ার উদ্দিন চৌধুরীর, পাশাপাশি জেলার সকল এস আইদের মধ্যে অভিন্ন মানদন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলার শ্রেষ্ট এসআই হয়েছেন এসআই অনিক চন্দ্র দেব এবং জেলার সকল এ এস আইদের মধ্যে অভিন্ন মানদন্ডে সর্বোচ্চ নম্বার পেয়ে জেলার শ্রেষ্ট এ এস আই হয়েছেন এ এস আই মো. মুক্তার হোসেন। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম এই তিন কৃতি অফিসারকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন।
এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন উপজেলা থেকে আসা পুলিশ অফিসারা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে ইখতিয়ার উদ্দিন চৌধুরী যোগদানের পর গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, একাধিক বার মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, উদ্বারসহ একাধিক মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করেন। এছাড়াও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জগন্নাথপুর বাসিকে সুরক্ষিত রাখার জন্য সরকারের নির্দেশনা মতে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন ব্যাপক প্রশংসিত হয়ন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এই অর্জন আমার একা না, এটি পুরোপুরি জগন্নাথপুর বাসীর অর্জন। আপনাদের সহযোগিতায় আমি এই সম্মাননা পেয়েছি। তিনি আরো বলেন, জগন্নাথপুর বাসির সহযোগিতা পেলে এই উপজেলা থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, খুন-রাহাজানি সমূলে উৎখাত করে দিবো। এ সময় তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার সহ থানা পুলিশ বাহিনী ও জগন্নাথপুর সচেতন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সকলের নিকট আরো সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply