মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশান কোনা গ্রামের মারুফ আহমদ (৭) নামের এক শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
আজ ২২ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।
মৃত শিশু মারুফ আহমদ দিন মজুর লিটন মিয়ার ছেলে। যানাযায় দিন মজুর লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার আলমাছি গ্রামের বাসিন্দা। তিনি অনেক বছর যাবত সৈয়দপুর ইশানকোনা নদীর পাড় এলাকায় পরিবার নিয়া বসবাস করে আসছেন।
নিহত শিশুর পিতা লিটন মিয়া বলেন, দুপুরে আমাদের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতের ডুবার পানিতে তলিয়ে যায়। তাকে না পেয়ে আমরা খুঁজাখুঁজির পর ধান ক্ষেতের ডুবা থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সুপ্রিয়া বলেন, আজ বেলা ২.৩০ ঘটিকার সময় শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
Leave a Reply