মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ ২৭ জুলাই মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ শফিকুল ইসলাম ও র্যাব-৯ সুনামগঞ্জের ইন্সপেক্টর আলী আহম্মদসহ র্যাব সদস্যদের উপস্থিতিতে কলকলিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মেয়াদ উর্ত্তীন মালামাল রাখার অপরাধে ও ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শীত না থাকায় ৫ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
Leave a Reply