হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ (১২ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে ভবন দুটি উদ্বোধন করা হয়।
এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু প্রমূখ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাওর অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে জগন্নাথপুরে ও অনেক উন্নয়ন কর্মকান্ডের কাজ শেষ হয়েছে এবং অনেক কাজ চলমান রয়েছে।
এদিকে সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ভোকেশনাল টেকস্টাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
Leave a Reply