হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চকরাজেন্দ্রপুরের স্হানীয় বাসিন্দা মোঃ মুজিবুর রহমানের পুত্র কুয়েত প্রবাসী মোঃ কামরুল হাসান এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে (১৯ ই আগষ্ট) বৃহস্পতিবার মোট ১২০ টি বিশুদ্ধ পানির টিউবওয়েল দান করেন বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্টান সহ গরিব পরিবারের মাঝে। এবং টিউবওয়েল গুলো বসানো ও পাকা করণ সহ যাবতীয় খরচ দিয়ে সম্পূর্ণ করে দেন।
উক্ত পানির টিউবওয়েল গুলো উপজেলা চৌমুহনী ইউনিয়ন ও ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বসানো হয়েছে।
উল্লেখীত বিষয়ে প্রবাসী কামরুল হাসান জানান,আমি মানবিক সেবামূলক কার্যক্রম কে খুব ভালোবাসি। কারণ আমি জানতে পারি, আমার এলাকায় অনেক গরিব মানুষ পানি খাওয়ার জন্য টিউবওয়েল বসাতে পারে না,অর্থের অভাবে।এমনকি অনেক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানেও নেই টিউবওয়েল। পরে আমি নিজেই উদ্যোগ নিয়ে আজ ১২০ টি পানির টিউবওয়েল বসানোর কাজ সম্পূর্ণ ভাবে করতে পেরেছি। শুধু তাই নয় আমি করোনা কালীন সময়ে অনেক বিপদ গ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা ও করেছি।
উল্লেখীত মানবিক সেবামূলক কার্যক্রমে এলাকাবাসী সহ অনেকই প্রবাসী কামরুল হাসান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply