হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দগ্রামের সাথে রয়েছে রেলপথ তার পাশদিয়ে হরুষপুর যাতায়াতের মেইল রাস্তা।রাস্তাটি হরুষপুর থেকে মনতলা এর মধ্যস্হ স্হানে বিশাল এই ব্রিজ।ব্রিজটি ব্যবহার না করতে পারাই চরম দুর্ভোগে প্রায় সাত থেকে আট হাজার মানুষ।
স্হানীয় বাসিন্দা ও গ্রাম সর্দার আঃ আওয়ালের সূত্রে জানা যায় যে, ব্রিজ গত ২০১৫ সালে নির্মাণ কাজের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার ও বেশি। প্রায় ৬ বছর হয়ে গেল,কি আজ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি।দীর্ঘ ছয় বছর ধরে চলাচল বন্ধ রয়েছে।ব্রিজটি সম্পূর্ণ না হওয়ায় পাশে থাকা রেললাইনের উপর দিয়ে পায়ে হেঁটে পার হচ্ছে প্রতিদিন কয়েক হাজার নানান বয়সের মানুষ।এতে যেকো সময় রেললাইনের পড়র দূর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবিষয়ে স্হানীয় সরকার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আপন মিয়া জিজ্ঞেস করলে তিনি জানান যে, এই ব্রিজটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা থাকায় হাজার,হাজার মানুষের চলাচল করতে পারছে না। এছাড়া সকল প্রকার যাতায়াতের ব্যবস্হা বন্ধ রয়েছে। তবে এই ব্রিজটির বিষয়ে উর্ধতম কর্মকর্তা গণদের অবগত করানো হয়েছে।পরে উল্লেখীত বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে মন্তব্য করেছেন উর্ধতম কর্মকর্তা বৃন্দরা।
Leave a Reply