চুনারুঘট প্রতিনিধি::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেউন্দা এলাকা থেকে খোকন মিয়া (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টায় কেউন্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উবাহাটা ইউনিয়নের কেউন্দা এলাকায় ধানী জমি থেকে খোকন মিয়া (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে কেউন্দা গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।
ওসি আলী আশরাফ জানান, খোকন মৃগী রোগী ছিল। ধারণা করা হচ্ছে সে মাছ ধরতে গিয়ে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে এর পেছনে অন্যকিছু আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply