একরাম হাসানঃ
সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে ১৯৭১ সালে ৩১ আগস্টে পশ্চিম পাকিস্তানিরা শান্তি কমিটি করার জন্য গ্রামে প্রচার করে শ্রীরামসি হাই স্কুলে গ্রামের সরল মানুষকে সমবেত করে তাদেরকে নৃশংস ভাবে প্রাণে হত্যা করা হয়েছিল। শ্রীরামসির মানুষ ছিল শান্তি প্রিয় তারা সব সময় শান্তকে শান্তি কে ভালোবাসে। কে বা জানতে তাদেরকে শান্তি কমিটি বলে তাদেরকে এভাবে প্রাণে মারা হবে। সেই দিনে শ্রীরামসির মাঠি গণ হত্যায় পরিণত হয়েছিল। যারা সেই ১৯৭১ সালে ৩১ আগস্টে গণ হত্যা হয়েছিলেন তাদেরকে লালন করতে, তাদেরকে স্মরণ করতে ১৯৮৭ তে শ্রীরামসি গ্রামে শহিদ স্মৃতি সংসদ নামে সামাজিক সংগঠন হয়েছিল । সেই পর থেকে ৩১ আগস্ট আসলেই শ্রীরামসি আঞ্চলিক শোক দিবসটি পালন করা হয় । সেই ধারাবাহিতায় আজ মঙ্গলবার ৩১ আগস্ট শ্রীরামসি আঞ্চলিক শোক দিবসটি পালন করা হয়েছে সকাল ১০টায় পুষ্পস্তপক অর্পন করা হয় । এর পাশাপাশি জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও ৩ নং মিরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তপক অর্পক করে। পুষ্পস্তপক অর্পক শেষ করে আলোচনা সভা ও দোয়ার অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানটি সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এর পরিচালনায় ,মুহিবুর রহমান এর সভাপত্বিতে বক্তব্য রাখেন জনাব আকমল হোসোন সভাপতি আওয়ামিলীগ জগন্নাথপুর উপজেলা, বাবুল মিয়া সাধারণ সম্পাদক আওয়ামিলীগ মীরপুর ইউনিয়ন ,হাজের আলী অধ্যাক্ষ ,শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজ, আব্দুল মালেক প্রধান শিক্ষক শ্রীরামসি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জুয়েল মিয়া সমাজ কল্যান সম্পাদক, শহিদ স্মৃতি সংসদ, আব্দুল মুকিত ফারদিন সাবেক অর্থ সম্পাদক শহিদ স্মৃতি সংসদ, কামরান হোসেন প্রচার সম্পাদক, মামুন হোসেন,সহসাধারণ সম্পাদক,জয়নুল কবরি সহ আরো অনেক ।এতে উপস্থিত ছিলেন গ্রামের মরুব্বিয়ান ,যুবক ,বিভিন্ন মহল্লার সম্মানিত ইমাম সাহেবগণ অনুষ্টানের শেষে দেশের সকল শহিদের রুহের মাগফেরাতের কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply