স্টাফ রিপোর্টার::
পরীমণি যেদিন জামিন পেলেন, সেদিন এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের কৃতি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। অথচ ফেসবুক জুড়ে ছবি, প্রোফাইল পিকচার, গল্প, কাহিনী, স্ট্যাটাস এমনকি পত্র-পত্রিকায় শুধুই পরীমণি আর হুডখোলা জিপে যেন তাঁর দিগ্বিজয়ী হাস্যোজ্জ্বল ছবি।
তাঁরা দুজনেই নারী। কিন্তু, ডঃ ফেরদৌসী কাদরী’র তেমন কোন খবর নেই। সংবাদের শিরোনামে তিনি নেই, নেই সংবাদপত্রের প্রথম পাতায়। মানব কল্যাণে তাঁর কতটা অবদান, তা নিয়ে নেই কোন আলোচনা!
ভিনদেশী নুসরাতের ছেলের বাবা কে? — এ-ই আমাদের আলোচনার বিষয়!
অপূর্ব কয় বিয়ে করলেন, কনের বাড়ি কোথায় সেটাও প্রথম পাতায়, বিনোদন পাতায়। অথচ ক্যাপটেন নওশাদ, যিনি নিজে জীবন দিয়ে বিমান ভর্তি যাত্রীদের জীবন বাঁচিয়ে গেলেন, তা আর প্রথম পাতায় জায়গা পেল না।
আজ আমাদের চর্চার বিষয় হলো পরীমণি, পিয়াসা, মৌ, পাপিয়া, হিরো আলম, অনন্ত জলিল, সেফুদা, আনভীর, শাহেদ, ই-ভ্যালি, ই-অরেঞ্জ, ডেসটিনি!!
প্রশ্ন হচ্ছে, আমাদের ডেসটিনি কোথায়?
বলতে দ্বিধা নেই, আগামী প্রজন্মের মধ্যে বিখ্যাত বিজ্ঞানী, গবেষক, অর্থনীতিবিদ, ইঞ্জিনিয়ার, স্থপতি কিংবা ডাক্তার তৈরি হওয়ার সংখ্যাটা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। কারন, আমরা জ্ঞানের কদর করছি না তাই। আর বেড়ে যাচ্ছে ফেইসবুকার, মোটিভেশনাল স্পিকার আর ইউটিউবারের সংখ্যা।
কথায় আছে, “যেদেশে জ্ঞানীর কদর হয় না, সেদেশে গুণী জন্মায় না”।
Leave a Reply