হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের এক যৌথ অভিযান (শুক্রবার ১০ সেপ্টেম্বর) পরিচালিত হয়েছে।
পরে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলার চৌমুহনী রাবার ড্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।এতে অবৈধ বালু উত্তোলনের ব্যবহৃত মেশিন ও পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উল্লেখীত বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জানান যে,উল্লেখ্য, গত ৬ই সেপ্টেম্বর জেলা প্রশাসন কর্তৃক সোনাই নদীর তীরবর্তী এলাকায় একই ধরনের আরেকটি অভিযান পরিচালিত হয় এবং বিপুল পরিমাণ যন্ত্রপাতি ধ্বংস করা হয়।বালি ও মাটি দস্যুদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন সহ উপজেলা প্রশাসন বাহিনীর প্রমুখ।
Leave a Reply