সিলেট জেলা::
অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ ১৩:০০ হতে ১৫:০০ ঘটিকা পর্যন্ত র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এবং জনাব আমিরুল ইসলাম মাসুদ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেট এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন জিন্দাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪ টি প্রতিষ্ঠান ১। মামলা নং-৯১/৭৭৯ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন,২০০৯ এর ৩৭ ধারায় মাদানি জর্দ্দা স্টোর কে = ৫,০০০/-, ২। মামলা নং- ৯২/৭৮০ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় রায়হান ভ্যারাইটিজ স্টোর কে = ৫,০০০/-, ৩। মামলা নং- ৯৩/৭৮১ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় উত্তম স্টোর কে = ৫,০০০/-, ৪। মামলা নং- ৯৪/৭৮২ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় সুমি স্টোর কে = ১০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। সর্বমোট জরিমানার পরিমান = ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা।
হবিগঞ্জ জেলা
অদ্য ০৯/০৯/২০২১ তারিখ ১১.৩০ ঘটিকা হতে ১৫.০০ ঘটিকার সময় পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও নাজরাতুন নাঈম, সহকারি কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকার বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করে কসমেটিক্স এর কোকানের দ্রব্য সামগ্রীর গায়ে সঠিক মূল্য নির্ধারণ না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর ৩৭ ধারা মূলে ১। নন্দ লাল দাস, সাং কালি বাড়ী রোড, হবিগঞ্জ, সদর’কে = ৩,০০০/- টাকা ২। এমরান চৌধুরী বেলাল, সাং ঠাকঘর এলাকা, সদর, হবিগঞ্জ’কে = ৫,০০০/- টাকা ৩। রোহেল মিয়া, সাং রামপুর, সদর, হবিগঞ্জ’কে = ৫,০০০/- টাকাসহ সর্বমোট = ১৩,০০০/- (তের) টাকা জরিমানা প্রদান করা হয়।
মৌলভীবাজার জেলা
অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ ১১.০০ ঘটিকা হইতে ১৩.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল অতিঃপুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে, নুসরাত ল
Leave a Reply