মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাড়ির উপর থেকে টিনের চাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিমল সরকার (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিমল সরকার মাধবপুর উপজেলার ৮ নম্বর বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগা গ্রামের প্রভূত সরকারের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিমল বাড়ির উপর থেকে টিনের চাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply