শামছুল আলম আখঞ্জী তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নে থানা পুলিশের আয়োজনে” বিট পুলিশিং সভায়
উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার শ্রীপুর বাজারের আওয়ামী লীগে অফিসে’ মাদক, চোরাচালান, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে ” উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার তদন্ত ওসি সফিকুল ইসলাম সঞ্চালনায় শ্রীপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বে থাকা কর্মকর্তা এস আই পাপেল রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান।
বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন” বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সুনামগঞ্জের জেলা যুব শ্রমিকের সহসভাপতি, শ্রীপুর বাজার কমিটির সাবেক সভাপতি, মতিউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবুল হাসনাত রিফাত ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী শাদ ।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউ/পি সদস্য আবুল কালাম, উপজেলার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জান, থানার দায়িত্বে থাকা এস আই অপূর্ব ,এ এস আই খাইরুল,
সুনামগঞ্জ সদর উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি শামনূর আখঞ্জী আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন আখঞ্জী ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী রেজা, পুলিশ সদস্যসহ স্থানীয় সকল পেশাশ্রেনীর মানুষ জন প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ” আমরা শ্রীপুর ইউনিয়নকে মাদক, চোরাচালান, নারী নির্যাতন প্রতিরোধে” সর্ব বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব পুলিশ প্রশাসন কে। এ কথা বলার সাথে সাথে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সমর্থন করেন।
থানার তদন্ত ওসি সফিকুল ইসলাম বলেন, মাদক চোরাচালান, নারী নির্যাতনসহ সব অন্যায় নির্মূল করা সম্ভব । যদি জনতা আর পুলিশ একযোগে কাজ করে। আসুন আমরা অঙ্গীকারে আবদ্ধ হই, নিজে অন্যায় করব না” আর কাউকে অন্যায় ,অপরাধ করতে দিব না।
Leave a Reply