হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি অন্যতম অনলাইন স্বেচ্ছাসেবী মানবিক ও ইসলামিক অনলাইন স্বচ্ছতা গ্রুপের উদ্যোগে শুক্রবার(১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিতাস নদী তীর থেকে নৌকা যুগে বাংলাদেশ রাষ্টপতি আব্দুল হামিদ এর বাড়িতে মিটামইন অষ্টগ্রাম কিশোরগঞ্জে নৌকা ভ্রমণে যাত্রা হলেন স্বচ্ছতা গ্রুপ।
পরে স্বচ্ছতা গ্রুপের উদ্যোক্তা মোঃ করিমুল হকের নিকট এই সংগঠন সম্পর্কে জানতে চাইলে,তিনি জানান যে,আমাদের এই সংগঠনে মোট সদস্য প্রায় ১৪০ জন।আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা করেছি ০৩ দিন বছর হয়েছে।এর মধ্যে আমরা হবিগঞ্জ জেলার বিভিন্ন হতদরিদ্র পরিবার এবং নানান ইসলামিক ও মানবিক সেবামূলক কার্যক্রম অসংখ্য বার অবদান রেখেছি।আমাদের এই সংগঠন নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় অনেক বার বিভিন্ন মানবিক সেবামূলক কার্যক্রম গুলো প্রকাশিত হয়েছে।
তিনি আরো জানান যে,আমাদের স্বচ্ছতা গ্রুপের ১৪০ জন সদস্য এর তালিকা রয়েছে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার,পুলিশ,সেনাবাহিনী,নেভী,বিজিবি,প্রবাসী,ছাত্র সহ বিভিন্ন শ্রেণি পেশার সদস্যরা প্রমুখ।
Leave a Reply