চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল জব্দ ও ১ জনকে আটক করা হয়েছে। আটক বক্তির নাম রাসেল মিয়া (২৭)।
চুনারুঘাট থানা পুলিশের ওই বিশেষ টিমের অভিযানে চোরাইকৃত ট্রান্সফরমারের ভেতরের ৪০ কেজি তামার তার ও ১৫ কেজি এলুমিনিয়ামের বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
১৮সেপ্টেম্বরে(শনিবার) দুপুরে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ।চুনারুঘাট থানার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ টি কে ট্রেডার্সের ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করেন।
আটককৃত যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের,তৈয়ব আলীর ছেলে মোঃ রাসেল মিয়া (২৭) বর্তমানে শিমুলতলা (শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ), পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply