তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিনটি শুল্ক স্টেশন থাকা শর্তেয়” রাজেস্ব ফাঁকি দিয়ে’ রাতের আঁধারে অবৈধ কয়লা পাচারের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার( ২৩,সেপ্টেম্বর) ভোররাতে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সংসার হাওরের পাটলাই নদী সংলগ্ন স্যুইচ গেইট নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে ।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাহিরপুর আমদানি কারক গ্রুপের দায়িত্বে থাকা পাহারাদার অবৈধ মালামাল আটক। কিন্তু অদৃশ্য শক্তির ইশারায়, আর্থিক লেনদেন মাধ্যমে ” ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে ।
কয়লা পাচার কান্ড বন্ধের জন্য
তাহিরপুর আমদানি কারক গ্রুপ’
নিজস্ব পাহারাদার নিয়োগ করেছিলেন । কিন্তু আঞ্চলিক ভাষায় প্রবাদ আছে”ক্ষেত রক্ষায় বেড়া” সেই বেড়ায় খায় ক্ষেত। নাম প্রকাশে অনিচ্ছুক” এক ব্যবসায়ী জানান ,কে জানে তাদের লীলা।এমনটা ঘটলে
গ্রুপের পাহারাদারদের দরকার কি?
গ্রুপের পাহারাদার নাম প্রকাশে অনিচ্ছুক ” তিনি বলেন প্রায় সময়েই আমরা অবৈধ মালামাল আটক করি, কিন্তু চাকরি বাঁচানোর জন্য,ছেড়ে দিতে বাধ্য হই। আজ ও তিনিটি নৌকায় প্রায় ৫০ মেট্রিক টন অবৈধ কয়লা আটক করে ছিলাম । যার আনুমানিক মূল্য হবে ৩লক্ষ টাকা ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আপনার মাধ্যমে এখন জানতে পারলাম অবৈধ কয়লা পাচারের বিষয়টি।এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply