মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের প্রবাসী অধ্যুসিত জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ১নং কলকলিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সালিশ ব্যক্তিত্ব শিক্ষানুরাগী মোঃ ফখরুল ইসলামের সমর্থনে ১নং ওয়ার্ডের কান্দারগাঁও গ্রামের আব্দুন নুর মিয়ার বাড়ীতে পরে গলাখাল, শ্রীধরপাশাসহ বিভিন্ন গ্রামে মতবিনিময় ও আলোচনা সভা করেন।আওয়ামীলীগ নেতা আব্দুন নুর মিয়ার সভাপতিত্বে কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান মাষ্টার এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাদেশ দেবনাথ, শিপন তালুকদার, আওয়ামী শ্রমিকলীগ কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি দিলদার হোসেন মুন্না, সহ-সভাপতি মইনুল ইসলাম, লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন, ৩ নং ওয়ার্ডের আওয়ামিলীগ সাধারণ সম্পাদক শংকর দে, সুহেল, আব্দুন নুর, ছইম উদ্দিন, শেরাটন তালুকদার, আবুল খয়ের, নাহিদ আহমদ, মোহন মিয়া প্রমূখ।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল হোসেনর সমর্থনে বিভিন্ন শ্রেণী-পেশার মমানুষ এসময় উপস্থিত ছিলেন।
কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল হোসেনকে আজ এই ধরনের একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য বক্তারা স্বাগত জানান। মোঃ ফখরুল হোসেনকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে ইউনিয়নবাসীর সেবা করার জন্য সুপরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষা, চিকিৎসা,রাস্তা-ঘাটসহ আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় দরিদ্রদের কল্যানে এবং একটি জবাবদিহি মূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল হোসেন বলেন, আপনারা জানেন আমি কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে আছি। তবে এই মূহুর্তে আমি প্রার্থীতা ঘোষনা করতে আসিনি আমি চেষ্টা করব দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করার। আমি এসেছি আপনাদের সাথে মতবিনিময় করতে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের উন্নয়নের রূপকার আমার পিতৃতুল্য ব্যক্তিত্ব পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্ঠায় গ্রামকে শহরে পরিনত করার লক্ষে গ্রাম অঞ্চলে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।তা আরো গতিশীল বেগবান করার লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের মনোনীত প্রার্থী অথাৎ নৌকার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান। সবশেষে জনগনের সেসব হয়ে কাজ করার জন্য দেশ-বিদেশের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply