একরাম হাসান স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান আব্দুল ওহাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় ৭ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে ১৩ নম্বেভর দুপুর ২ ঘটিঘায় মিরপুর পাবলিক হাই স্কুলে অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিজন কুমার দেব উপজেলা ভাইস চেয়ারম্যান , প্রধান বক্তা হিসাবে ছিলেন আলহাজ্ব আব্দুল কাইয়্যুম মশাহিদ সহ সভাপতি উপজেলা আওয়ামিলীগ উক্ত অনুষ্ঠানে মাষ্টার হরমুজ আলীর সভাপত্বিতে মো: সাইফু ইসলাস এর পরিচালনায় বক্ত্য রাখেন. অাব্দুল খালিক সভাপতি মিরপুর পাবলিক হাই স্কুল,ক্বারী ফয়জুল ইসলাম ,মস্তাক আহমদ ইউপি সদস্য, সাজ্জাদ খাঁন
আমির হামজা ,প্রধান শিক্ষক মিরপুর পাবলিক হাই স্কুল,বাবুল মিয়া সাধারণ সম্পাদক আওয়ামিলীগ ৩নং মিরপুর ইউপি, আতিকুর রহমান আতিক সভাপতি আওয়ামিলীগ ৩নং মিরপুর , সাংবাদিক অমিত দেব , উক্ত অনুষ্ঠানে স্মারকলীপি পাঠ করেন
পরিষদের সচিব আব্দুল হান্নান ,
সম্প্রতি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন তিনি যুক্তরাজ্য প্রবাসী থাকায় তিনি নির্বাচন শেষ করে লন্ডনে যেতে পারেন নাই । তিনির পরিবারের সব সদস্য লন্ডনে অবস্থানরত রয়েছে । তাদেরকে দেখতে তিনি চলে যান তিনির পরিবারের কাছে ।সেই সুবিধাতে তিনি আব্দুল ওহাবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করেন । তিনি এই চলতি মাসে দেশে ফিরে আসার সম্ভবনা রয়েছে ।
Leave a Reply