হিফজুর রহমান তালুকদার জিয়া:–
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামের প্রভাবশালী পরিবার কর্তৃক রাস্তা নির্মানে বাধা প্রদান করায় চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি এলাকার লোকজনসহ স্কুল, মাদরাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন।
সরেজমিনে জানাযায়, ১৯৯৭ সাল থেকে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি এলাকার বাদশা মিয়ার বাড়ি হইতে তুলিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে খলিল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের বরাদ্দ প্রদান করে আসছে। বর্তমানে রাস্তাটিতে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার লোকজন মাটি ভরাটের কাজ করতে চাইলে চিলাউড়া আশিঘর গ্রামের ফয়াজ উল্ল্যার ছেলে প্রভাবশালী হারুন মিয়া বাধা প্রদান করেন। ফলে মাটি ভরাটের কাজটি বন্ধ হয়ে যায়।যার ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীসহ এলাকাবাসী। রাস্তাটি মাটি ভরাট করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের চলাচলের উপযোগী করতে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃষ্ঠি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ লিলু মিয়া জানান পূর্বে যেহেতু রাস্তা ছিল আমি চাই রাস্তাটির মাটি ভরাট করে শিক্ষার্থীসহ এলাকাবাসী চলাচল করুক একটি ফ্যামিলি কেন রাস্তায় মাটি ভরাটের বাধা প্রদান করে এ ব্যাপারে আমার জানা নেই।
এবিষয়ে জানতে রাস্তায় মাটি ভরাটের কাজে বাধা প্রদানকারী হারুন মিয়ার মুঠোফোনে দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর এর প্রতিবেদকের ফোন থেকে বার বার 01727….. 53 নাম্বারে ফোন দিয়ে কথা বলার চেষ্ঠা করলেও ফোনটি রিসিভ না করায় তিনির বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পর্ব ১, চলবে।
Leave a Reply