স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ককলিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে নগদ টাকা সহ ১০ জন জুয়ারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। (৩ এপ্রিল) সোমবার রাতে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার মোঃজিন্নাতুল ইসলাম তালুকদারে নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ককলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের মনজু দাসের বসত ঘর হইতে ১,৫০০০০ টাকা সহ ১০ জুয়ারি কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন বাদে খাশিলা গ্রামের মৃত অদৈত্য দাসের ছেলে অর্জুন দাস , কবির পুর গ্রামের মিছকন্দর আলীর ছেলে শফিকুল ইসলাম, হবিবপুর গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে আবুল হোসেন, বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে তপুর মিয়া, হবিবপুর গ্রামের মৃত তৈমুজ আলীর ছেলে মোঃ শিপন মিয়া, বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত রহত উল্লাহ ছেলে মোঃ আবুল মিয়া, বাদে খাশিলা গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে সন্টু দাস,আসাম পুর গ্রামের গেদা মিয়ার ছেলে মোঃ রুপা মিয়া, জগন্নাথপুর বড়দীঘিরপাড় গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রোজন মিয়া (৪০), পিতা-আঃ রাজ্জাক, সাং-জগন্নাথপুর বড়দীঘির পাড়,শাফিজ মিয়া সর্ব থানা-জগন্নাথপুর, গ্রেপ্তারের সময় জ্বর আসর থেকে নগদ ১৫০০০০ হাজার টাকা সহ জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন থানার সেকেন্ড অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার।
Leave a Reply