বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদ,সুনামগঞ্জ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল জগন্নাথপুর -রানীগঞ্জ রোডে লতিফ নগর “দি ক্যাফে”( চায়ের আড্ডা)’য় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদ এর( ভারপ্রাপ্ত সভাপতি) গীতিকার জনাব জিতু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার সম্মানীত প্যানেল মেয়র জনাব সাফরোজ ইসরাম মুন্না, জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক গীতিকবি জনাব রাকিব আহমদ লতিফির এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সোলায়মান আহমদ,পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা গীতিকবি জনাব ফকির মুক্তার আহমদ, বক্তব্য রাখেন প্রতিষ্টাতা সভাপতি গীতিকার শাহ মোঃ আব্দুল পরান,বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গীতিকবি জনাব আঃ মতিন, গীতিকবি মোশাররফ হোসেন মোছা, (সাহিত্য-সাংস্কৃতিক) নাসির উদ্দিন এলাইচ (উপদেষ্টা)।আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জগন্নাথপুর উপজেলা বাউল কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব গিয়াস উদ্দিন মুন্না,উক্ত ইফতার মাহফিলে জগন্নাথপুর সাবেক বাজার সেক্রেটারি জনাব জাহির উদ্দিন ,বিশিষ্ট ব্যবসায়ী জনাব তৈয়ব ভান্ডারী,প্রবাসী সাবুল মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জনাব আজমল হোসাইন, বিশ্বনাথ পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব বিরাম উদ্দিন,সুহেল মিয়া,শাহ সাউন্ড সিস্টেমের কর্ণধার শাহ রমিজ আলী,বিশিষ্ট ব্যবসায়ী জনাব শেখ মোঃ আইন উদ্দিন ,হাবিব নগর গ্রামের মুরুব্বি জনাব আলী হোসেন , সাংবাদিক রিয়াজ রহমান,সাংবাদিক শাহজাহান মিয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক গীতিকার কাজল দেবনাথ,প্রচার সম্পাদক গীতিকার সুষেন দেবনাথ,কার্যকরি সদস্য গীতিকার জনাব সুযোগ মিয়া, প্রধাণ অতিথি জনাব সাফরোজ ইসলাম মুন্না পবিত্র রমজানের তাৎপর্য – গুরুত্বের আলোচনা করে সকলকে ভ্রাত্যৃত্বপূর্ণ বন্ধনে সংগঠণের মাধ্যমে সুপ্রতিষ্টিত হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদ কে ইফতার আয়োজনের জন্য মোবারাক বাদ জানান।সভাপতির অনুমতিক্রমে প্রধাণ উপদেষ্টা গীতিকবি জনাব ফকির মুক্তার আহমদ সাহেবের মোনাজাতের মাধ্যমে পবিত্র ইফতার মাহফিল ও আলোচনা সভার সমাপ্তি হয়।
Leave a Reply