মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ইজিবাইক (টমটম) চালকের মৃত্যু হয়েছে।
জানা যায়, ইজিবাইক (টমটম) চালক আল আমিন (২৫) জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের আউয়াল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ১০ নভেম্বর রোববার সকালে প্রতিদিনের মতো নিজ বাড়িতে থাকা গ্যারেজ থেকে চার্জে থাকা ইজিবাইক বের করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টমটম চালক আল আমিন মিয়ার মৃত্যু হয়।
জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply