স্টাফ রিপোর্টার ::
কে এই আফতাব মৃধা? যিনি দীর্ঘদিন যাবত সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তাকে দেখতে একজন শান্তসিষ্ট ও ভদ্রলোক মনে হলেও অনেক ক্ষেত্রে আলোচনা ও সমালোচনা হয় তাকে নিয়ে। আর তাই আফতাব মৃধার ভাল-মন্দের আসল রহস্য উধঘাটন করতে সামাজিক সংঘটন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে তদন্ত করতেছেন, সংঘটনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ মো; আব্দুর রহিম জানান, আফতাব মৃধার বাড়ি পাবনা জেলায়। তবে কোন ইউনিয়ন ও কোন গ্রাম তা সঠিক তথ্য দিচ্ছেন না আফতাব মৃধা। তদন্তকারী শাহ মোহাম্মদ আব্দুর রহিম পাবনাবাসীর উদ্দেশ্যে আহবান করেন যে, আফতাব মৃধা নামের এই লোকটির বাড়ির ঠিকানা বা কোনো তথ্য কারও জানা থাকলে তদন্তের সার্থে ০১৭১১২৬০৪৩২ এই নাম্বারে ফোন করে সহযোগিতা করবেন।
Leave a Reply