জগন্নাথপুর অফিস:
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পন্ডিতা গ্রামে হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদ এর ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ। হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদ এর মোতায়াল্লী মো: আছলম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ। আলোচনা সভায় মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল করিম ফারুকী, চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আজমল হোসেন জামী, সহ-সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা মফিজ উদ্দিন, হাফিজ মাওলানা বদর উদ্দিন আল আমিন, মাওলানা নুরুল ইসলাম খান শিহাব। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে চিলাউড়া গ্রামের মো: জুলহাস মিয়া, সাবেক ইউপি সদস্য জামাল আহমদ, সাবেক ইউপি সদস্য আবু তাহের, সমাজসেবী রফিকুল ইসলাম, ধারা মিয়া, দুদু মিয়া, কালা মিয়া, আব্দুল হামিদ, আবুল হাশিম ডালিম সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের উপস্থিতিতে হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদ এর ভিত্তি প্রস্থর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।
Leave a Reply