স্টাফ রিপোর্টার শাহ এস এম ফরিদ: মানবতার সেবায় প্রতিষ্টিত সামাজিক সংগঠন ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার দক্ষিণ জগন্নাথপুরের প্রবাসীদের উদ্যোগে ইহসান ফাউন্ডেশন প্রতিষ্টিত হওয়ার পর এবার প্রথম বার স্কুল ও মাদ্রাসার ১শ ৪৫ জন ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও রানীগঞ্জ মকবুল হোসেন একাডেমি থেকে এবারের সমাপনী পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্রী জেরিন আহমেদ জান্নাহ কে ইহসান ফাউন্ডেশন ও কুশিয়ারা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আব্দুস সুকুর এর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। ৬ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় পাইলগাঁও ইউনিয়নের বাগময়না, জাতপুর, রসূলপুর ও মকবুলাবাদ মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি হাজী আবুল কাছ এর সভাপতিত্বে ও ইহসান ফাউন্ডেশনের সদস্য মাওলানা বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিন, মাদ্রাসার মুহতামীম মাওলানা নজরুল ইসলাম, শিক্ষা সচিব মাওলানা মুখতার উদ্দিন, শিক্ষক মাওলানা জাবেদুল ইসলাম,মাওলানা আতিকুর রহমান, নোয়াব আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন সিপন, ইহসান ফাউন্ডেশনের সদস্য কয়েছ আহমদ, বেলাল আহমদ প্রমূখ।
Leave a Reply