জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে লুদরপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওয়ারীছ মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুছ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলার মামুন আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার আব্দুল তাহিদ, বিদ্যালয়ের সহ-সভাপতি হেলাল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লুদরপুর, ইসহাকপুর ও এনায়েতনগর টাইটেল মাদ্রাসা কমিটির সহ-সভাপতি সিদ্দিক মিয়া, শাহ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষানুরাগী সদস্য আব্দুল কাহার, প্রভাষক জাহিদ হাসান, সিলেট লিডিং ইউনিভার্সিটির ছাত্র আমিনুল হক। অনুষ্টানে উপস্থিত ছিলেন লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সপ্না চন্দ্র নাথ, সহকারী শিক্ষক নিপু চন্দ্র নাথ, সেন্টু আচার্য্য, তমা চৌধুরী, ফাতেমা জহুরা, অভিভাবক কমিটির সভাপতি আব্দুল কাদির, ড্রাইভার সমিতির সভাপতি বশির উদ্দিন আলফু, আলফু মিয়া, কাপ্তান মিয়া, মাসুম মিয়া, শেখ ফজর আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আসমা বেগম, ছানা বেগম, হুসনা বেগম সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply