স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামে মারামারির মামলায় বাছিত খানকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। সে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর বর্তমান কবিরপুর গ্রামের ইসলামখান উরফে সিরাজ খানের পুত্র। মামলার বাদি রসুলপুর গ্রামের মৃত হাজী নজর উল্ল্যার পুত্র রফিক মিয়া বাদি হয়ে ২০১৫ সালে মারামারির ঘটনায় বাছিত খানকে প্রধান আসামী করে ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং জিআর ১৬২/১৫। মামলায় বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট রেজাউল করিম জানান, দীর্ঘদিন আদালতে মামলাটি শুনানীর পর অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত এ এলাহী গত ৩মার্চ মঙ্গলবার দোষী সাব্যাস্থ হওয়ায় বাছিত খানকে ৩মাসের কারাদন্ড প্রদান করেন এবং অন্যান্য আসামীদের বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষনাকালে বাছিত খান আদালতে উপস্থিত না থাকলে বেকসুর খালাস পাওয়া অন্যান্যরা আদালতে উপস্থিত ছিলেন।
Leave a Reply