স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌরসভার সচিব মো: মোবারক হোসেন (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না——–রাজেউন। তিনি আজ শুক্রবার সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হলে সাথে সাথে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিতসক সচিব মোবারক হোসেনকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ জুমা পৌর পরিষদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে গ্রামের বাড়ি জামালপুর জেলার সড়িষা বাড়ি উপজেলার মালিপাড়ায় নিয়ে যাওয়া হয়। জানাযার নামাজে জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, পৌর কাউন্সিলার সুহেল আহমদ, কাউন্সিলার আবাব মিয়া, কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলার দেলোয়ার হোসেন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, সাংবাদিক হুমায়ুন কবির সহ ধর্মপ্রান মুসলমানগন উপস্থিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন বটেরতল বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম তারেক। এদিকে পৌর সচিব মোবারক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর পৌর পরিষদ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply