স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ রবিবার দুপুরে জগন্নাথপুরের নলজুর নদী জলমহালে ২লক্ষ টাকার পোনা মাছ অবমুক্ত করনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা মৎস্য অফিসার আখতারুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আহসান উল্ল্যা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিক মিয়া, ক্ষেত্র সহকারী ইব্রাহিম ইসলাম প্রমূখ।
Leave a Reply