সুনামগঞ্জ প্রতিনিধি- প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দূভাবে বিপর্যস্থ সুনামগঞ্জ সদর উপজেলার কর্মহীন ১ হাজার নারী ও পুরুষ এর মধ্যে ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ উত্তর সুরমা ও বিশ্বম্ভরপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে জেলা শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ঈদ উপহার বিতরন করা হয়। সংগঠনের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের সাধারন সম্পাদক ও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ,সহ সভাপতি ডাঃ মোঃ আবুল কালাম, মোঃ মুফতি আজিজুল হক, মোঃ ফজলুর রহমান, মোঃ আলী আক্কাস,মোঃ ওমর ফারুক , সারোয়ার হোসেন, সুভাষ পাল,গাজী নুরুল ইসলাম,আব্দুল ওদুদ,শিক্ষক সামছুল আলম প্রমুখ। সুনামগঞ্জ উত্তর সুরমা ও বিশ্বম্ভরপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন বলেছেন,এই প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিপর্যস্থ কর্মহীন মানুষজনের জন্য বিপুল পরিমান খাদ্য সহায়তা দিলে ও কিছু কিছু তৃণমূলের জনপ্রতিনিধির কারনে ত্রান বিতরণে অনিয়ম করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাদের বরখাস্থ করা হয়েছে। তিনি প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের প্রতি সেবার মনমানসিকতা নিয়ে এই সময়টাতে অসহায় ও কর্মহীন মানুষদের নিঃস্বার্থভাবে সেবা করার আহবান জানান। তিনি এই সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার ও ঘোষনা দেন।
Leave a Reply