স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুছ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক এম মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক শাহ রুহেল প্রমূখ।
Leave a Reply