জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯০টি দুস্থ পরিবারের শিশুদের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় পক্ষ থেকে উপজেলা পরিষদের উদ্যোগে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮জুন) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সচিব আব্দুল গফুরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা প্রদিপ কুমার। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য নাজুমল হোসেন, মো. বজলু মিয়া, তেরা মিয়া তেরাব, ইছরাক আলী, আবুল কালাম, আব্দুল মুকিত, মিলাদ মিয়া, আব্দুল জলিল, সদস্যা মোছা. এলাছি বিবি সহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম রানা বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন এবং অসহায় পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি শিশুদের জন্যও ভিন্ন ভাবে সহায়তা করার উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় আজ আমরা ৯০টি পরিবারের শিশুদের জন্য শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
Leave a Reply