সুনামগঞ্জ প্রতিনিধি:: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মন্দির মেরামত ও দুস্থ ব্যক্তিগনকে( ১৬ জন পুরোহিতকে জনপ্রতি ৪ হাজার টাকা,পৌরসভার ৬টি মন্দিরের প্রতিটিতে ২৫ হাজার টাকা এবং সদর উপজেলার ১৫টি মন্দিরের প্রতিটিতে ২০ হাজার টাকা করে মোট ৫ লাখ ১৪ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে।
শুক্রবার দুপুর ১টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রনালয় জেলা কার্যালয় সুনামগঞ্জের আয়োজনে পৌরসভার শ্রী শ্রী কালিবাড়িস্থ নাট মন্দির প্রাঙ্গণে চেক বিতরণ অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি প্রকৌশলী পি কে চৌধুরীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ মন্দির ভিত্তিক সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্যর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব বিষ্ণু কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের সভাপতি ও সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,শ্রী শ্রী কালিবাড়ি নাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি এড. স্বপন কুমার দাস রায়,জেলা হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. বিশ্বজিৎ চক্রবর্তী ও পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ প্রমুখ।
ধর্ম মন্ত্রনালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব বিষ্ণু কুমার সরকার বলেছেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশে স্বাধীনতা পরবর্তী ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগান নিয়ে প্রতিটি ধর্মের মানুষ স্ব স্ব অবস্থানে থেকে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘেœ পালন করে আসছেন। এই সম্প্রীতির ধারা সমুন্নত রাখতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান। পরে পুরোহিত ও মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।
Leave a Reply