রিয়াজ রহমান জগন্নাথপুর (সুনামগঞ্জ) ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রাম। এই গ্রামের রাস্তাটি সংস্কারের অভাবে দেখা দিয়েছে বেহাল দশার। রাস্তায় অংসখ্য খানাখন্দ তৈরি হয়ে বৃষ্টির পানি জমে ডোবায় পরিণত হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা যাতায়াতে চরম ভোগান্তির মধ্যে রয়েছে।
এলাকাবাসী জানান দীর্ঘ দিন যাবত আমাদের গন্ধর্ব্বপুরগ্রামের বাসিন্দারা বিরোধী দল ও সরকারী দলের ইউনিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করলে ও রাস্তাটার উন্নয়নে নেতাদের কোন ভূমিকা নেই। প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার জনসাধারণ যাতায়াত করেন। চলে অংসখ্য ছোট ছোট যানবাহন । রাস্তাটিতে খানা খন্দকের সৃষ্টি হয়েছে বলে প্রায় ঘটছে ছোটখাট দুর্ঘটনা। রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। গত কয়েক দিন ধরে গন্ধর্ব্বপুর গ্রামের জনসাধারন সহ শিক্ষার্থীরা রাস্তার বেহাল দশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে সরব।
গন্ধর্ব্বপুর গ্রামের জনসাধারন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, এটাই হচ্ছে বিগত ১৫ বছরের উন্নয়ন এর ছোয়া। কিছু পাই আর না পাই, আমরা পেয়েছি ক্ষমতাসীন দলের ইউপি, উপজেলার অনেক পদ পদবী আর কি পাওয়ার আছে। পদ পদবীর জন্য নেতারা লক্ষ লক্ষ টাকা খরচ করতে আগ্রহী আর গ্রামের রাস্তা বেহাল দশা দেখার মত লোক নাই।
এ ব্যাপারে গন্ধর্ব্বপুর গ্রামের বাসিন্দা সরকারী দলের উপজেলা ও ইউনিয়ন নেতাদের সাথে আলাপ করে জানা যায়, সকলেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। মন্ত্রী মহোদয়ের ডিও লেটারও এনেছি রাস্তার কাজের বিষয়ে জানতে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনে আলাপ করা সম্ভব হয় নাই। জনসাধারণের অসুবিধার কথা বিবেচনা করে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী
Leave a Reply