বিশ্বনাথ প্রতিনিধি ::
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে ভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) এর মনোনীত ধানের শীষ প্রার্থী এমাদ উদ্দিন খান।
তিনি ধানের শীষ প্রতীকে ৩১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে মো. জবেদুর রহমান পেয়েছেন ২৭৮১ ভোট নির্বাচনে
চেয়ারম্যান পদে অংশ নেয়া আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে সামছু মিয়া লয়লুছ পেয়েছেন ২ হাজার ৭৪১ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আবদুল মন্নান পেয়েছেন ১২২ ভোট এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫০৬ টি ভোট
এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন।
সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে দীর্ঘ ১৭ বছর পর দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। ইউনিয়নবাসী তাদের আগামী দিনের চেয়ারম্যান ও ৯ টি ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) এবং ৩ টি ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (মেম্বারনি) নির্বাচিত করতে ভোট প্রয়োগ করেন। তাদের ভোটে আগামীর পরিষদ গঠন হয়েছে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে পুরুষদের তুলনায় নারী ভোটাররা ছিলেন বেশি।
Leave a Reply