মোহাম্মদ আলাউদ্দীন মাস্টার কিছু কথা ::
কিছু কথা আছে কখনই বিস্মৃত হওয়া যায় না। একজন কলম সৈনিক হিসেবে যতটুকু মনে পড়ে, বিশ্ববেরণ্য চিন্তাবিদ ও রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একটি নিরেট সত্য তুলে ধরে বলেছিলেন, “বাংলাদেশের একটি মানুষও যদি কষ্টে থাকে তবে বাবার (বঙ্গবন্ধুর) আত্মা কষ্ট পাবে।” এর চেয়ে সত্য বচন দ্বিতীয়টি আছে বলে আমি মনে করি না।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজীবন লালিত স্বপ্ন ছিল, শোষণ ও বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা। এদেশের ভূখানাঙ্গা ও দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটানো। তাদের অধিকার আদায়ের জন্যই তিনি লড়াই করেছেন, জীবনের একটা উল্লেখযোগ্য সময় জেলে অন্তরীণ থেকেছেন। স্বপ্ন দেখেছেন একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা প্রতিষ্ঠার।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং জাতিকেও স্বপ্ন দেখাচ্ছেন। আপনি পেরেছেন, পারেন এবং পারবেন। আপনাকে ছাড়া এদেশে কোন কিছুই হয় না। সবকিছুতেই আপনার হস্তক্ষেপ প্রয়োজন পড়ে। কথাটি আপনার মনোপুত না হলেও দেশের মানুষ তাই মনেপ্রাণে বিশ্বাস করে। তাই আমরা হতাশাগ্রস্ত ৫ লাখ ৬৯ হাজার ৩ শত ৩০ জন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারি আপনা পানে চেয়ে আছি। আমরা আপনার সুদিষ্টি কামনা করছি।
Leave a Reply