দেশ বাংলা ডেস্ক::
বাগেরহাট জেলার রাইসা আক্তার নামে আড়াই বছরের এক শিশুকে আছড়ে মেরে ফেলেছেন তার বাবা। গত সোমবার রাত ৮টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এ মর্মান্ত্বিক ঘটনা ঘটে।
উদয়পুর গ্রামের হুমায়ুন সরদারের মেয়ে নিহত রাইসা আক্তার। হুমায়ুন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
আরো পড়ুন: কলেজ ছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ, শিক্ষক গ্রেফতার
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির সংবাদ মাধ্যমকে বলেন, সেনা সদস্য হুমায়ুন ছুটিতে বাড়িতে ছিলেন। সোমবার রাতে তাদের পারিবারিক কলহ শুরু হয়। এসময় রাগের মাথায় শিশুকন্যা রাইসাকে আছাড় দেন তার বাবা হুমায়ুন। এতে ঘটনাস্থলেই রাইসার মৃত্যু হয়।
ওসি কাজী গোলাম কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর মৃত্যুর পরপরই বাড়ি ছেড়ে পালিয়েছেন বাবা হুমায়ুন। আর শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
সূত্র প্রথম আলো
Leave a Reply