স্টাফ রিপোর্টার::
মহামারি করোনাভাইরাস এর প্রাদুর্ভাব ও সংক্রমণজনিত কারণে উদ্ভুত সংকট মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় মঙ্গলবার বিকাল ৪টায় সারাদেশে ন্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ৫০জন কর্মহীন অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
ঈদ সামগ্রিক হিসেবে প্রতিটি প্যাকেজে ছিল চাল,ডাল, তেল, আলু, পেঁয়াজ।
উক্ত ঈদ সামগ্রিক উপহারের বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার মেহেদী হাসান
সহকারী জেলা কমান্ড্যান্ড আনসার ও ভিডিপি সাজ্জাদ হোসেন সেলিম
এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ভাঃ অফিসার, উপজেলার কোম্পানী কমান্ডার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা ও ইউপি আনসার কমান্ডারগণ ও অন্যান্য আনসার ভিডিপি সদস্যগণ।
করোনা মহামারীর এ দুর্যোগকালীন সময়ে বিশেষ উপহার সামগ্রী পেয়ে সদস্য সদস্যাগণ অত্যান্ত আনন্দিত।
Leave a Reply