মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী নবীন দলের আহ্বায়ক কমিটি ঘঠন করা হয়েছে।
আজ ১৯ জুন শনিবার বিকালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে রুহুল আমিন খানকে আহ্বায়ক ও ফাহিম আহমদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিগত ১৬ জুন এই কমিটির অনুমোদন করেন।
নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক রুহুল আমিন খান,যুগ্ম আহ্বায়ক শামছুল আমিন, যুগ্ম আহবায়ক রাসেল খান, যুগ্ম আহবায়ক মাসুম আহমদ নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের পক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হয় ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে।
এসম উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ, পাইলগাঁও ইউনিয়ন যুবদলের আজমল খান,জাহাঙ্গীর, আবজল, শাকিল খান,জাকির খান,জিষু চক্রবর্তী,জুয়েল, জুনেদ মিয়া প্রমুখ
Leave a Reply