মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস সংক্রমন রোধে কঠোর লকডাউন শিথিল করার প্রথম দিনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে লেগুনা, টমটম, সিএনজিসহ বাসের যানজট লেগে থাকতে দেখা যায়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় না রেখে গাধাগাদি করে যাত্রী বহন করে দুরপাল্লার বাস চলছে। বাসগুলোতে যাত্রীরা হুট করে ভরে গেলে সাথে সাথেই বাসগুলো ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে।
আজ ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে জগন্নাথপুর সিলেট বাসস্ট্যান্ড ও জগন্নাথপুর-সুনামগঞ্জ বাসস্ট্যান্ড, লগুনা, সিনএনজি স্ট্যান্ডে ঘুরে এই চিত্র দেখা যায়।
পরিবহন শ্রমিক ও মালিকরা জানান, আমরা সরকার ঘোষিত বিধিনিষেধ মানতে যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু যাত্রীসাধারনকে সামাল দিতে গিয়ে আমরা অনেক অপদস্ত হতে হচ্ছে। তবে তারা আশাবাদী লকডাউন শিথিলের বাকী দিনগুলোতে যাত্রীসাধারন ভালই থাকবে।
সকালে রানীগঞ্জ রোডের সিএনজি ড্রাইভার সুলেমান মিয়া বলেন, লকডাউন শিথিলের প্রথম দিনে যাত্রীর সংখ্যা ছিল বেশী স্বল্প সময়ে সিএনজি যাত্রীসাধারনে ভরে যাওয়ায় আমরা আগের তুলনায় বেশী টাকা ইনকাম করতে পারব।
সোয়েব মিয়া টমটম ড্রাইভার জানান, আজ যাত্রীর অনেক ভীড় লকডাউন শিথিল হওয়ায় সামান্য সময়ে গাড়ির সীটগুলা পূর্ন হয়ে যায়। আজ টিভ বেশী হবে বিধায় আমাদের ইনকামটা একটু বেশী হবে। তবে জেলার বিভিন্ন জায়গায় যেতে যারা লকডাউন শিথিলের অপেক্ষায় ছিলেন তারাি আজ বিভিন্ন স্ট্যান্ডে গিয়ে ভিড় জমাচ্ছেন। উপজেলার পৌর পয়েন্টে রানীগঞ্জ রোড মুক্তিযোদ্ধা ভবনের সামনে ও জগন্নাথপুর-সুনামগঞ্জ- তেলিকোনা রোডসহ জগন্নাথপুর-হাসপাতাল পয়েন্ট- বিশ্বনাথ-সিলেট রোডে যাত্রীসহ যানবাহনের ভীড় বেশী দেখা গেছে।
এদিকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে রানীগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়া বাজারে চলাচল করায় ১৯ জনকে ২ হাজার ৭শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা কালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply