সুনামগঞ্জ প্রতিনিধি ::
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া না ফেরার দেশে চলে গেলেন । (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু ।
তিনি জানান, গত এক মাস ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শারিরিক অবস্থার অবনতি হলে দুপুর ২ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে উনার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
Leave a Reply