নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় নৌকার মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউপি যুবলীগ সভাপতি বিশিষ্ট সাংবাদিক আশাহিদ আলী আশা। রোববার ১৭ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর কাছে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের উপ দপ্তর সম্পাদক মহিবুর রহমান চৌধুরী পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব। আশাহিদ আলী আশা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি আওয়ামীলীগের জন্য কাজ করে যাচ্ছেন। একাধিকবার ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। এবার নৌকা মার্কা পেতে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। ইউনিয়নবাসীর ভালোবাসা নিয়ে দলের জন্য আজীবন কাজ করতে চান। এব্যাপারে আশাহিদ আলী আশা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ডিজিটাল সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে নিজের জায়গা থেকে অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা ও চেষ্টা করে যাচ্ছি। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের জন্য এলাকার মানুষের অধিকার আদায় সহ লড়াই সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি আমার সততা বিবেচনা করে দল আমাকেই নৌকা প্রতীক দিয়ে মূল্যায়ন করবে। যদি দল আমাকে মনোনয়ন না দেয় তাহলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করেই যাবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আওয়ামী যুবলীগ।
Leave a Reply