মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুরে পুকুরে ডুবে জাকারিয়া নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ (৯ জানুয়ারি) রোববার সকালে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, পৌর শহরের ভবানীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকারিয়া।
স্থানীয়রা জানায়, সকাল ১০ টার দিকে পরিবারের লোকজনদের অজান্তে বাড়ির পশ্চিম দিকের পুকুরের পানিতে পড়ে যায় শিশু জাকারিয়া। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ছমির উদ্দিন।
Leave a Reply