মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সিলেটে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।( ১৯ নভেম্বর) শনিবার দুপুরে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
সমাবেশকে ঘিরে গণপরিবহন বন্ধ করে দেয়ায় বিকল্প উপায়ে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। আশপাশের জেলা থেকে ট্রলারযোগে সিলেট বিভাগীয় শহরে আসেন, অনেকে আবার দূরদূরান্ত থেকে দীর্ঘপথ হেঁটে, ছোট ছোট যানে ভেঙে ভেঙে শহরে পৌঁছান। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। পোস্টার, ফেস্টুন আর ব্যানার হাতে মাঠে অবস্থান করছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা।
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন নেত্রী তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম খুন, বিচার বহির্ভুত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ি সিলেটে এই গণ সমাবেশ করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গনেশ্বর চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
গণসমাবেশ উপলক্ষ্যে মিছিলে মিছিলে মুখরিত সিলেট নগরীর প্রধান প্রধান সড়কগুলো। সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়ক দিয়ে মাথায় ক্যাপ, হাতে ধানের শীষ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে খণ্ড খণ্ড মিছিল।
‘চুর চুর ভোট চুর, শেখ হাসিনা ভোট চুর’ এই শ্লোগানে মুখরিত সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠ।
Leave a Reply