স্টাফ রিপোর্টার: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯ এর অভিযানে জগন্নাথপুরে পাইপগানসহ ২যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার মো: শাহজাদ মিয়া(২৪) ও লুদরপুর এলাকার মো: আকমল হোসেন (৩২)। শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টায় অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারস্থ একটি দোকানের সামন থেকে পাইপগান সহ অস্ত্র শাহজাদ মিয়া ও আকমল হোসেনকে গ্রেফতার করেন। র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সহ আসামীদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি তদন্ত মোছলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে ।
Leave a Reply