দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম এর উদ্যোগে
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্কুল মিলনায়তনে মতবিনিময় সভায় ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম বলেছেন, আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে মিথ্যাচার করা হচ্ছে। একটি কুচক্রী মহল আমাকে জড়িয়ে জাল সনদধারী শিক্ষক নিয়োগ নিয়ে যে সংবাদ প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি ওই প্রতিষ্ঠানের চার বারের নির্বাচিত ম্যানিজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার সময়কালে জাল সনদধারী কোনও শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মতবিনিময় সভায় আবদুল গফুর বলেন, আমাদের স্কুল এবং এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলামকে জড়িয়ে অহেতুক সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। অথচ তাঁর নেতৃত্বে শিক্ষাবঞ্চিত এই এলাকায় ওই স্কুল প্রতিষ্ঠা লাভ করেছে। আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
স্থানীয় ইউপি সদস্য, আরফান উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলামের সম্মানহানি করতেই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন অনলাইন পত্রিকায় এবং ফেসবুকে নানাভাবে মিথ্যাচার করছে। আমরা এর প্রতিবাদ জানাই।
Leave a Reply